অদ্য ১৬/১১/২০২২ খ্রিঃ রোজ বুধবার বিকাল ৩-০০ ঘটিকায় শ্রিবর্দি জোনাল অফিসে সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব প্রকৌশলী মোঃ আলী হোসেন স্যারের সভাপতিত্বে নিয়মিত মাসিক স্টাফ সভা অুনষ্ঠিত হয়। উক্ত সভায় ডিজিএম শ্রিবর্দি, এজিএম প্রশাসন, এজিএম ওএন্ডএমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন। উক্ত সভায় নিম্নোক্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এবং বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হয়।
১)
দাপ্তরিক শৃংখলা মেনে কাজ করা,
২) জুরুরি সার্ভিস বিধায় ছুটি যৌক্তিক ভাবে দেয়া ও নেয়া।
৩. সিস্টেম লস হ্রাস করা
৪. ডিসেম্বরের/২২ এর মধ্যে বকেয়া মাস লক্ষ্যমাত্রায় আনা,
৫. যথাযথভাবে ROW(Right Of Way) করা,
৬. মিটার চেকিং বাড়ানো,
৭. Night Operation জোরদার করা ,
৮.. সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা,
৯. বিচ্ছিন্ন গ্রাহকের বকেয়া আদায় নিশ্চিত করা,
১০. ৯০ দিনের উর্ধ্বে বকেয়া শুন্য করা এবং ৬০ দিনের বকেয়া আদায় নিশ্চিত করা।
১১. অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা,
১২. গ্রাহকগণের সাথে সবসময় ভাল আচরণ করা,
১৩. উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা,
১৪. সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা,
১৫. দ্রুততম সময়ে সেচ সংযোগ প্রদানের প্রস্তুতি গ্রহন ও মালামাল সংগ্রহ করা,
১৬. ফেসবুক ও সোশাল মিডিয়া ব্যবহারে সাবধান হওয়া,
১৭. এপিএ অর্জন নিশ্চিত করা,
১৮. GIS এর লক্ষ্যমাত্রা নভেম্বর-ডিসেম্বরের মধ্যে অর্জন করা
১৯. করোনা প্রতিরোধে সচেতন থাকা,
২০. ডেংগু, চিকনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকা ও মশা নিধন করা,
২১. অফিস ও উপকেন্দ্রের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
২২. শ্রিবর্দি জোনাল অফিসের গ্যারেজ নির্মাণ নিশ্চিত করা
২৩. বিদ্যুৎ সাশ্রয় করা,
২৪. ব্যয় হ্রাস করা,
২৫, নিরাপত্তা সংক্রান্ত সেমিনার করা,
২৬. সকালে লাইনম্যানের নিয়ে পিটি ও ড্রিল করা,
২৭. কেপিআই সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করা।