Details
১৯-০৮-২০২২ খ্রিঃ সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য, শেরপুর -১ মহোদয়ের সহিত সাক্ষাৎ করেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর জেনারেল ম্যানেজার জনাব প্রকৌশলী মোঃ আলী হোসেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জেনারেল ম্যানেজার শেরপুর জেলায় পল্লী বিদ্যুৎ এর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মাননীয় হুইপ
মহোদয়কে অবহিত করেন এবং উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হয়েছে মর্মে জানান। জেনারেল ম্যানেজার অননুমোদিত অটোরিকশা/ইজিবাইক এর ব্যাটারি চার্জ ও সেচ কাজে অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে হুইপ মহোদয় এর সহায়তা কামনা করেন।
গ্যাস ও ডিজেলের দাম বৃদ্দি ও সংকট এর কারণে এবং ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় এবং জামালপুর এ পাওয়ার প্যাক উৎপাদন কেন্দ্র (৯৫মেঃওঃ) বন্ধ থাকায় এবং সর্বোপরি বৈশ্বির কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ও লো ভোল্টেজ জনিত কারণে শেরপুর পবিস এলাকায় ব্যাপক লোডশেডিং হচ্ছে মর্মে জেনারেল ম্যানেজার জানান। এতে আমন ধান চাষে সেচ কাজ ব্যহত হওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বিধায় এ বিষয়ে মাননীয় হুইপ মহোদয় এর সার্বিক সহযোগিতা কামনা করেন। মাননীয় হুইপ মহোদয় শেরপুর পল্লী বিদ্যুৎ এর উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ততক্ষনাত প্রধান প্রকৌশলী ময়মনসিংহ অঞ্চল, বিউবোকে ফোন করে সেচ গ্রাহকদের কৃষি উৎপাদন এর স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির জন্য অনুরোধ করেন।
এছাড়া জেনারেল ম্যানেজার সেচের ট্রান্সফরমার চুরি রোধে উঠান বৈঠক করা হচ্ছে মর্মে জানান এবং চুরি রোধে হুইপ মহোদয় এর সহায়তা কামনা করেন। হুইপ মহোদয় সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জেনারেল ম্যানেজার মাননীয় হুইপ মহোদয়কে ধন্যবাদ জানান।
এ সময় সমিতি বোর্ডের বর্তমান সভাপতি, সচিব, সাবেক সভাপতি, মহিলা পরিচালক ও এজিএম (আইটি) এবং স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।