Main Comtent Skiped
Wellcome to National Portal

Title
Digital Innovation Fair 2022
Details
"উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" 
এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপি  "ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২"  এ শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ... 
১৬ নভেম্বর রোজ বুধবার সকাল ১০টায় র‍্যালীর মাধ্যমে উক্ত মেলার কার্যক্রম শুরু হয়। র‍্যালীতে  মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ  বীর মুক্তিযুদ্ধা  আলহাজ্ব  জনাব আতিউর রহমান আতিক এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  উক্ত র‍্যালীতে সম্মানিত জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার , শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত জেনারেল ম্যানেজার প্রকৌশলী জনাব মোঃ আলী হোসেন,  জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেয়র মহোদয়, জেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধিগন, স্থানীয় নেত্রীবৃন্দ, সাংবাদিক,  লেখক,  স্কুল কলেজের প্রিন্সিপাল,  প্রধান শিক্ষকগন ও শিক্ষক/ শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। 
র‍্যালী শেষে মাননীয় হুইপ মহোদয় উক্ত মেলার শুভ উদ্বোধন  ঘোষণা করেন।  উদ্বোধন শেষে মাননীয় হুইপ,  জেলা প্রশাসক,  অতিথি বৃন্দ ও দপ্তর প্রধানগন স্টল পরিদর্শন করেন। 
এসময়  অত্র পবিসের জেনারেল ম্যানেজার উপস্থিত মাননীয় হুইপ মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়সহ অতিথি বৃন্দকে স্টল ঘুরিয়ে দেখান। একই সাথে সমিতির কার্যক্রম,  সেবা সমুহ  এবং ডিজিটাল সিস্টেম  সমুহ নিয়ে বিস্তারিত বর্ণনা করেন। 
জেনারেল ম্যানেজার মহোদয় তার বর্ণনায় অনলাইন  এপ্লিকেশনে ৭ দিনে বিদুৎ সংযোগ,  অনলাইনে (বিকাশ/রকেট)  বিদ্যুৎ বিল গ্রহণ,  ডিজিটাল বিল প্রসেসিং সিস্টেম,   ই-নথি, ওয়েভ পোর্টাল,  সোসাল মিডিয়ায় (ফেসবুক পেজ) সেবা প্রদান, অনলাইন গণশুনানি ইত্যাদি বিষয় উপস্থাপন করেন।  সব শেষে  বিদুৎ উৎপাদন থেকে শুরু করে গ্রাহকের ঘরে পৌছানো পর্যন্ত   সম্পুর্ন বিদুৎ বিতরণ ব্যাবস্থার ড্যামো প্রদর্শন করেন এবং  আলোচনা করেন। 
পরবর্তীতে সাধারণ  মানুষজন,  স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট এর বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রীগন  অত্র স্টল পরিদর্শন করেন।
এ সময় সমিতি বোর্ডের সভাপতি,  মহিলা  পরিচালক, সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Image
Attachments
Publish Date
17/11/2022
Archieve Date
31/12/2022